Powered by Blogger.

ডিটারজেন্ট পাউডার তৈরি

উদ্যোগ : ডিটারজেন্ট পাউডার তৈরি
(Detergent Powder)

উপকরণ
সোডিয়াম ট্রিপলিফসফেট (Sodium Triployphosphate)-৩৪.০%
টেট্রা সোডিয়াম পায়রোফসফেট (Tetra Sodium Pyrophosphate)-৬.৬০%
ডিসোডিয়াম হাইড্রোজেন ফসফেট (Disodium Hydrogen Phosphate)-৯.৪০%
সোডিয়াম সালফেট (Sodium Sulphate)-১৩.৯৫%
সোডিয়াম কাবোর্নেট (Sodium Carbonate)-১.৫০%
সোডিয়াম সিলিকেট (Sodium Silicate 1:3,25 ratio)-৩.৯৮%
সোডিয়াম কাবর্ক্সমিথল সেলুলোজ (Sodium Carboxmethyl Cellulose)-০.৫৫%
সোডিয়াম এল্কিল এরিল সালফোনেট (Sodium Alkyl Aryl Sulphonate)-১৮.৭৫%
ফেটি-অ্যামাইড কন্ডেন্সেট (Fatty-amide Condensate)-২.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০৫%

পদ্ধতি
সূক্ষ্ম চালুনি দিয়ে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি ভালোভাবে মিশ্রিত করতে হবে। বেশি পরিমাণে ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে মিক্সিং (Mixing Machine) এবং শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।


ডিটারজেন্ট পাউডার তৈরি – দ্বিতীয় প্রণালী
(Detergent Powder – Second Method)

[এই ডিটারজেন্ট পাউডারের সাথে Water Softener বা সাবান মেশাবার প্রয়োজন হয় না]

উপকরণ
সালফেটেড কোকোনাট অয়েল মনোগ্লিসারাইড (Sulphated Coconut Oil Monoglyceride)-৩১.৫%
অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট (Anhydrous Sodium Sulphate)-৬৫.৯%
সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride)-১.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০২%

পদ্ধতি
উত্তমরূপে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি একত্রে মেশাতে হবে। বেশি পরিমানে এ ধরনের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।

ব্যবহারের নিদের্শ
আগে বস্ত্রাদির বিশেষ দাগযুক্ত অংশ তুলে নিন। তারপর গরম পানিতে ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করুন। পশমী বস্ত্র বা পোশাক এবং মূল্যবান সূতী বস্ত্রাদি ধোওয়ার জন্য গরম পানি ব্যবহার করা সঙ্গত। লিনোলিয়াম, কাঠের খোদাই করা কারুকায এবং চিত্রিত দেয়াল পরিষ্কার করার জন্যও এই ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।

19 comments:

  1. ভাইয়া, আমি কঁচামাল কিনব কোথা থেকে?

    ReplyDelete
    Replies
    1. আমাদের কাছে পাবেন০১৭৮৩৯৬৮৩৭৭

      Delete
    2. আমাদের কাছে ডিটারজেন্ট পাউডার সকল কেমিক্যাল পাওয়া যাবে

      Delete
    3. ভালো মানের ডিটারজেন্ট, ডিস ওয়াশ বার, লিকুইড ডিস ওয়াশ, কিচেন ওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি পন্য যারা হোলসেলে নিতে চাচ্ছেন। বা বিজনেস করতে চাচ্ছেন। তারা আমাদের থেকে নিতে পারেন, টনকে টন আপনার যত দরকার দেওয়া যাবে। এবং এগুলো আমাদের থেকে নিয়ে আপনি নিজের কোম্পানীর নামে ব্রন্ডিং প্যাক করে মার্কেটিং করতে পারবেন ফলে আপনার ফ্যাক্টরি বা মেশিনারীজে ইনভেস্ট করতে হবে না। আমরা আপনাকে পন্য উৎপাদন করে দিবো আপনি বিজনেস করবেন আপনার কোম্পানীর নামে। বিস্তারিত জানতে কল করুনঃ 01739078383
      এছাড়াও আমাদের কাছে পাবেন প্রয়োজনীয় সকল ধরনের কাচামাল।

      Delete
  2. ভাই আমি বাংলাদেশের ইউনিলিভারের রিন বা তিব্বতের ফাস্ট ওয়াশের মত মানসম্পন্ন ডিটারজেন্ট তৈরী করতে চাই। এ ফর্মূলাটা দয়াকরে আমাকে একটু বলবেন।

    ReplyDelete
    Replies
    1. ঢাকার মিডফোট আপনার জেলার নাম বলেন

      Delete
    2. ভালো মানের ডিটারজেন্ট, ডিস ওয়াশ বার, লিকুইড ডিস ওয়াশ, কিচেন ওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি পন্য যারা হোলসেলে নিতে চাচ্ছেন। বা বিজনেস করতে চাচ্ছেন। তারা আমাদের থেকে নিতে পারেন, টনকে টন আপনার যত দরকার দেওয়া যাবে। এবং এগুলো আমাদের থেকে নিয়ে আপনি নিজের কোম্পানীর নামে ব্রন্ডিং প্যাক করে মার্কেটিং করতে পারবেন ফলে আপনার ফ্যাক্টরি বা মেশিনারীজে ইনভেস্ট করতে হবে না। আমরা আপনাকে পন্য উৎপাদন করে দিবো আপনি বিজনেস করবেন আপনার কোম্পানীর নামে। বিস্তারিত জানতে কল করুনঃ 01739078383

      Delete
  3. ডাক্তার খায়রুল সাহেব আপনার মোবাইল নাম্বারটা দয়া করে আমাকে দিবেন।

    ReplyDelete
  4. dr.khairul saheb aponar mobile namber plz

    ReplyDelete
  5. dr.khairul saheb aponar mobile namber plz

    ReplyDelete
    Replies
    1. ০১৭৮৩৯৬৮৩৭৭

      Delete
    2. vai ami manufacturing korte chai .amake sahajjo korben ki ?

      Delete
  6. আমি বানিজ্যিক ভাবে এটা উতপাদন করতে চাই! আপনাকে অসংখ্য ধন্যবাদ

    ReplyDelete
  7. আমারা আছি আপনার পাশে ০১৭৮৩৯৬৮৩৭৭

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. sir আমি বাংলাদেশ ইউনিলিভারের রিন পাউডারের মতোই পাউডার তৈরী করতে চাই,আমি কি আপনার সাহাজ্জ পাইতে পারি?

    ReplyDelete
  10. sir আমি বাংলাদেশ ইউনিলিভারের রিন পাউডারের মতোই পাউডার তৈরী করতে চাই,আমি কি আপনার সাহাজ্জ পাইতে পারি?

    ReplyDelete